স্প্যানিশ লা লিগা: বার্সেলোনা শীর্ষে, ভিলারিয়ালের জয়

IMG-20251123-WA0078

বার্সেলোনা: স্প্যানিশ লা লিগা ফুটবলে শীর্ষস্থান দখল করতে বার্সেলোনা দুর্দান্ত পারফর্ম করেছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা শনিবার রাতে অ্যাথলেটিক ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে।
ক্যাম্প ন্যুতে তাদের ঘরের মাঠে ৬৮ শতাংশ দখল নিয়ে খেলতে নেমে ফেরান টরেস দু’টি গোল করেন। প্রথমার্ধে ইনজুরি সময়ের তৃতীয় মিনিট এবং ৯০তম মিনিটে তিনি গোল করেন। রবার্ট লেওয়ানডোস্কি চতুর্থ এবং ফারমিন লোপেজ ৪৮তম মিনিটে গোল করেন। অ্যাথলেটিক ক্লাবের মিডফিল্ডার ওইহান সানচেজ ৫৪তম মিনিটে লাল কার্ড দেখেন।
এই জয়ের মাধ্যমে, ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের ভিত্তিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। অ্যাথলেটিক ক্লাব ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
এদিকে, ভিয়ারিয়াল মালোর্কাকে ২-১ গোলে হারিয়েছে। ৬১ শতাংশ দখল নিয়ে খেলতে নেমে, ষষ্ঠ মিনিটে জেরার্ড মোরেনো এবং ৮৩তম মিনিটে তানি ওলুওয়াসেই গোল করেন। অষ্টম মিনিটে মায়োর্কার হয়ে সামু কস্তা গোল করেন। এই জয়ের মাধ্যমে ভিয়ারিয়াল ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে।
অন্যান্য খেলায়, ভ্যালেন্সিয়া লেভান্তেকে ১-০ গোলে, সেল্টা ভিগো আলাভেসকে ১-০ গোলে এবং রিয়াল সোসিয়েদাদ ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement