নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন জোহরান মামদানি। ভোটের আগে এই মামদানির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী মামদানি জিতলে নিউ ইয়র্কের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। এবার সেই মামদানির সঙ্গেই বৈঠকে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকটি হবে।
বুধবার সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানির সঙ্গে তিনি দেখা করবেন। হোয়াইট হাউসে ওই বৈঠকের জন্য মামদানি নিজেই আগ্রহ দেখিয়েছেন।
আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত জোহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার এবং উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানির পুত্র তিনি।
নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, মামদানির জিতলে নিউ ইয়র্কে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় নেমে আসবে। ট্রাম্পের এমন লাগাতার আক্রমণের পরেও শেষ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে মামদানি জেতে।
ভোটের ফলাফলে দেখা যায়, ডেমোক্র্যাট শিবিরের মনোনীত প্রার্থী মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট। সেখানে রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া মাত্র ৭ শতাংশ ভোট পেয়েছেন।









