নিউ ইয়র্ক :অবশেষে ভারতের সঙ্গে বানিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে আমেরিকা। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বানিজ্য চুক্তি (Trade deal) হয়ে গেলে ভারতের উপর শুল্ক কমানোর আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। তাতেই যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি। যা আগের চেয়ে অনেক আলাদা হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসে না, কিন্তু ওরা আবার আমাদের ভালোবাসবে। আমরা একটি ন্যায্য চুক্তি করতে চলেছি। তাই সার্জিও, আপনাকে এটা একবার দেখে নিতে হবে। আমার মনে হয়, আমরা এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছি, যা সবার জন্য ভালো।’
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সে সময় তিনি ভারতের উপর শুল্ক কমানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর শুল্ক অনেক বেশি। তবে ওরা রাশিয়া থেকে তেল কেনা অনেকাংশে কমিয়ে দিয়েছে।’ এরপরই ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে আমরা তা কমিয়ে আনব।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। সার্জিও ইতিমধ্যেই সেই সম্পর্ককে আরও বাড়িয়ে তুলেছেন।’
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার মধ্যে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম এই চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। মাঝে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে দুই দেশের টানাপোড়েনের জেরে প্রভাবিত হয়েছিল বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। মার্চ থেকে এখন পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে। গত ৫ নভেম্বর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে কয়েকটি সংবেদনশীল এবং গুরুতর বিষয় এখনও আলোচনার অধীনে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।










