প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে, চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

পাটনা: গত ৬ নভেম্বর বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল। শনিবার ভোটদানের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় বিহারে মোট ভোটের হার ৬৫.০৮ শতাংশ। যা এখনও পর্যন্ত বিহারের ইতিহাসে সর্বোচ্চ।

বিহারের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলিতে মোট ভোটদানের হার ছিল ৫৭.২৯ শতাংশ। সেই তুলনায় এবার ৭.৭৯ শতাংশ বেশি ভোট পড়েছে। প্রথম দফায় বিহারের ৩ কোটি ৭৫ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। যার মধ্যে ১.৯৮ কোটি পুরুষ এবং ১.৭৬ কোটি মহিলা ভোটার ছিলেন। বিহারের মুজফফরপুর এবং সমস্তিপুর জেলায় ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। মুজফফরপুরে ৭১.৮১ শতাংশ ভোট পড়েছে এবং সমস্তিপুরে ৭১.৭৪ শতাংশ ভোট পড়েছে। এছাড়াও মাধেপুরা (৬৯.৫৯), সহরসা (৬৯.৩৮), বৈশালী (৬৮.৫০) এবং খাগাড়িয়া (৬৭.৯০) জেলায় উচ্চ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। এছাড়াও লক্ষীসরাইয়ে ৬৪.৯৮ শতাংশ, মুঙ্গেরে ৬২.৭৪ এবং সিওয়ানে ৬০.৬১ শতাংশ ভোট পড়েছে। সেই তুলনায় ভোটদানের হার কম পাটনাতে (৫৯.০২ শতাংশ)।

উল্লেখ্য, শেষবার বিহারর রেকর্ড ভোট পড়েছিল ১৯৯৮ সালের বিধানসভা নির্বাচনে। সেবার মোট ৬২.৫৭ শতাংশ ভোট পড়েছিল। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। কিন্তু ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের হার সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বিহারের বাকি ১২২টি আসনে ভোট রয়েছে ১১ নভেম্বর। এরপর আগামী ১৪ নভেম্বর ঘোষণা হবে বিহার ভোটের ফলাফল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement