চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে কেবল একটি ম্যাচ খেলবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার মুখোমুখি হওয়ার জন্য স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। সেখানে নতুন মুখ দুটি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দুই তরুণ ফরোয়ার্ড হোয়াকিন পানিচেলি ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
বাংলাদেশ সময় অনুসারে, আগামী শুক্রবার রাত ১১টায় অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আফ্রিকার দেশটির রাজধানী লুয়ান্ডায়६ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেজন্য গতকাল বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড দিয়েছেন স্কালোনি।
আগামী ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞ ও নিয়মিতদের সঙ্গে তরুণদেরও যাচাই করে দেখছেন স্কালোনি। গত মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তোরিকোকে মোকাবিলার জন্য দেওয়া স্কোয়াডে নতুন মুখ ছিল তিনটি। এবার অ্যাঙ্গোলা সফরের দল ঘোষণাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ।
২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেলি আছেন অসাধারণ ছন্দে। ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। গত জুলাইয়ে স্ত্রাসবুর্গে যোগ দেওয়ার পর লিগে করেছেন ১১ ম্যাচে ৯ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে রয়েছে ১৪ ম্যাচে ১০ গোল।
১৯ বছর বয়সী উইঙ্গার প্রেস্তিয়ানি খেলছেন পর্তুগিজ পরাশক্তি বেনফিকায়। লিগে ৭ ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। গত মাসে চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের७ ফাইনালে মরক্কোর কাছে আর্জেন্টিনা হারলেও পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন७ উজ্জ্বল। ৬ ম্যাচ খেলে সতীর্থদের দিয়ে গোল করান দুটি।
আসন্ন ফিফা উইন্ডোর সময় লিগ চালু রাখার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশন কর্তৃপক্ষ। তাই ঘরোয়া লিগের কোনো ফুটবলারকে স্কোয়াডে রাখেননি স্কালোনি। তিনি দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বিষয়টি নিশ্চিত করে দেন।
অধিনায়ক ও সেরা তারকা মেসিকে দলে রাখা হলেও অনুমিতভাবে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। ফেরানো হয়েছে পানিচেলির ক্লাব সতীর্থ ২২ বছর বয়সী মিডফিল্ডার ভালেন্তিন বার্কো ও ইতালিয়ান ক্লাব কোমোর ২১ বছর বয়সী মিডফিল্ডার মাক্সিমো পেরোনেকে। আর্জেন্টিনার জার্সিতে বার্কো গত বছর একটি ম্যাচ খেললেও পেরোনের এখনও অভিষেক হয়নি।
২৪ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্তার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফোইথ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: ভালেন্তিন বার্কো, আলেক্সিস মাক আলিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, মাক্সিমো পেরোনে, নিকো পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ানো সিমেওনে, হোসে মানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।










