গুরু নানকের ৫৫৬তম জন্ম জয়ন্তী উৎসব

মালদা: গুরু নানকের ৫৫৬তম জন্ম জয়ন্তী উৎসব। জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন পুরাতন মালদার শর্বরী এলাকার গুরুকা বাগে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হলেন ইংরেজবাজারপৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,সহ অন্যান্যরা। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী  বলেন, গুরু নানক ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি আমাদের সবারই পথ প্রদর্শক। তাঁর জন্মদিনে আমরা প্রতি বছরই এখানে আসি। সেবায়েত গুরমিত সিং জানান, এক সময় হেঁটে শর্বরী এলাকার এই স্থানে এসেছিলেন গুরু নানক। সেখানেই তিনি তিন মাস ছিলেন। এই পুরাতন মালদা থেকে ধর্ম প্রচার করেছিলেন নানক জি। নারীদের অধিকার নিয়ে তিনি সরব হয়েছিলেন। এখনও তার বসার পাথরের সিংহাসন, স্নান করার কুয়ো, কলসি প্রভৃতি এই গুরু দোয়ারায় আছে। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement