নাইরোবি: কেনিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে যে বিমানটি বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।
বিমানটি উপকূলীয় শহর দিয়ানি থেকে কিচওয়া টেম্বোর মাসাই মারা জাতীয় সংরক্ষণাগারের একটি বেসরকারি বিমানবন্দরে যাচ্ছিল।
আরোহীরা সকলেই পর্যটক ছিলেন।











