সূর্যের উপাসনা করলেন  মেয়র গৌতম দেব

IMG-20251028-WA0059

সকালেই চলে এসেছিলেন তিনি, আজ ছট পুজোর সকালে সূর্যের উপাসনা করলেন মেয়র গৌতম দেব। অন্যান্যদের সাথে তিনিও আজকে সকালে  লালমোহন মৌলিক ঘাটে  চলে যান। সূর্য দেবতার  উপাসনা করতে। অন্যান্য  এর মতন তিনিও যাবতীয়  নিয়মাবলী সম্পন্ন করেন। মেয়র এদিন জানান  অন্যান্যদের মতো  করেই আমি ছট পুজোর নিয়ম করে সূর্য দেবতাকে  পুজো দিলাম। সবাইকে জানাই ছট আগাম শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই সুস্থ থাকুন  ভালো থাকুন  ঈশ্বরের কাছে  এতটুকুই প্রার্থনা করি।এদিকে ছট পুজোর শেষে  বস্ত্র বিতরণ নিয়ে হুড়োহুরি লেগে গেল শিলিগুড়ি লালমোহন মৌলিক ঘাটে। ভোর  তিনটে থেকে আজকে অনুষ্ঠান ছিল ছট পুজোর। সকালেই চলে এসেছিলেন ছট ব্রতিরা। পুজো দিয়ে  ছিলো বাড়ি ফেরার পালা। দুস্থদের  বস্ত্র বিতরণ  ছিল একেবারে তারপরে। এখানেই প্রশ্ন বিতরণ নিয়ে  হুড়াহুড়ি লেগে গেল, যদিও উদ্যোক্তাদের  বারবার সাবধান বাণী ছিল  যারা নিচ্ছেন তারা স্টেজে উঠবেন না, স্টেজ ভেঙে যাবে  অনেকেই আহত হতে পারেন, কিন্তু কেউ শোনেননি সেই কথা। যার ফলে বস্ত্র নিতে গিয়ে  হুড়োহুড়ি লেগে যায়  মানুষের মধ্য, যারা বস্ত্র নিচ্ছিলেন তাদের মধ্য অধিকাংশই  বয়স্ক তাদের মধ্যে একজন  বস্ত্র নিতে গিয়ে পড়ে যান, অনেকেই  বস্ত্র নিতে গিয়ে একে অন্যের গায়ে পড়ে যান, যদিও বস্ত্র   বিতরণী অনুষ্ঠান বেশিক্ষণ না চলায় পরবর্তীতে কোন ঘটনা ঘটেনি। প্রশাসনের তরফ থেকে  গত দুদিন ধরেই  ছট পুজো নিয়েছিল কড়া নিরাপত্তা। উদ্যোক্তাদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল  কোন জায়গায় হুড়োহুড়ি করবেন না। পড়ে গিয়ে চোট লাগতে পারে যদিও সেই কথা দর্শনার্থীদের  কানেও সেভাবে যায়নি। লালমোহন মৌলিক ঘাটে  গতকাল থেকেই  পুরসভা কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল। যাতে কোথাও কোন  অপ্রীতিকর ঘটনা না ঘটে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement