৪৭ বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার পুজো

IMG-20251027-WA0098

মালদহ: দীর্ঘ ৪৭ বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার পুজোয় ব্রতী হলেন মালদাঅ্যাসোসিয়েট ক্লাবের সদস্যরা। চারদিনের পুজো শৃঙ্খলায় সোমবার মহাষষ্ঠীর বোধনের পুজোপাঠ অনুষ্ঠিত হল ধর্মীয় আচার নিষ্ঠা মেনে। এই উপলক্ষে এদিন মালদা শহরের নেতাজি মোড়ে অবস্থিত মালদা অ্যাসোসিয়েট ক্লাবের জগদ্ধাত্রী মাতার মন্দির প্রাঙ্গণে রচিত হল মাঙ্গলিক আবহ। ক্লাব সম্পাদক পঙ্কজ সান্যাল জানালেন, তারা ১৯৭৮ সাল থেকে জগদ্ধাত্রী পুজো করে আসছেন। আগে এই পুজো হত মহা ধুমধামে। বর্তমানে ধুমধাম না হলেও, ধর্মীয় আচার অনুশাসন মেনে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর বিশেষত্ব হল দেবীর সালাস্কারা রূপ। দেবী বিগ্রহে প্রায় একশো ভরি সোনা-চাঁদির অলঙ্কারে ভূষিত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement