অল্পের জন্য বেঁচে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

IMG-20251022-WA0096

নয়াদিল্লি: অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রাষ্ট্রপতির হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। ফলে বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। দ্রুত পুলিশ ও দমকল কর্মীরা মেরামতির কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টায় কপ্টারটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সৌভাগ্যবশত, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আপাতত রাষ্ট্রপতি বিশ্রামে আছেন। তার নিরাপত্তা আরো সুরক্ষিত করার ব্যবস্থা করা হচ্ছে। কি কারনে এই অবস্থা তৈরি হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতির এই ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement