বাংলার লোককথায় বনবিবি হলেন একজন বনদেবী, যিনি সুন্দরবনের বনের বাসিন্দার ও তাদের জীবন-জীবিকার রক্ষাকর্ত্রী। তিনি শুধু হিন্দু বা মুসলিম ধর্মাবলম্বীদের কাছেই নন, বরং সুন্দরবনের সমস্ত মানুষের কাছেই সমানভাবে পূজিতা। বাঘ কুমির এবং সাপের মতো হিংস্র প্রাণীদের হাত থেকে মানুষকে রক্ষা করাই তাঁর প্রধান কাজ। লোককথা অনুসারে বনবিবির জন্ম বনবিবির জন্ম হয়েছিল অনেক বছর আগে দক্ষিণ ভারতে। তাঁর বাবা ছিলেন ইব্রাহিম নামে একজন ফকির আর মা ছিলেন গুলন বেগম। তবে বনবিবির জন্ম নিয়ে একটি বিশেষ গল্প প্রচলিত আছে। গুলন বেগম অন্তঃসত্ত্বা থাকাকালীন ইব্রাহিম তাকে জঙ্গলে একা রেখে যান। সেখানে গুলন বেগমের কান্না শুনে আল্লাহ তাঁর জন্য একটি প্রাসাদ তৈরি করে দেন এবং বনবিবির জন্ম হয়। বনবিবির আরেক ভাইও ছিলেন, যাঁর নাম শাহ জাঙ্গুলী। বনবিবির মতো তিনিও বন-জঙ্গলের দেবতা। দেবীর অলৌকিক ক্ষমতা ও মাহাত্ম্য
সুন্দরবনের মানুষরা মনে করে বনবিবির অলৌকিক ক্ষমতা আছে। তিনি বনের বিপদ থেকে মানুষকে রক্ষা করেন এবং বাঘের আক্রমণ থেকে বাঁচান। সুন্দরবনে মধু সংগ্রহ, কাঠ কাটা বা মাছ কাঁকড়া ধরতে যাওয়ার আগে সেখানকার মানুষেরা বনবিবির পূজা করে তাঁর আশীর্বাদ নেয়। এটি তাদের কাছে একটি প্রথা যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে আসছে।
বনবিবির পূজাতে সাধারণত কোনো মূর্তি ব্যবহার করা হয় না বরং একটি খোলা জায়গায় বনবিবির থান (পূজার স্থান) তৈরি করে তাঁর পূজা করা হয়। এই পূজাতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করে। এই পূজার মাধ্যমে সুন্দরবনের মানুষের জীবনে তাঁর গুরুত্ব ও বিশ্বাস প্রতিফলিত হয়।
বনবিবি বাংলার সুন্দরবনের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের দ্বারা পুজিত। বনবিবি হলেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী মধু-সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী তথা পিরানি। উক্ত জনগোষ্ঠীর মানুষেরা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করে।বনবিবি বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্রদেবী বা বণচণ্ডী নামেও পরিচিত।দেবী বাহন বাঘ বা মুরগি অঞ্চল সুন্দরবন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কোনও কোনও মন্দিরে তিন ব্যাঘ্র-দেবদেবী বনবিবি দক্ষিণরায় ও কালুরায় একসঙ্গে পূজিত হন। আবার কোথাও বনবিবি-শাজঙ্গুলির যুগ্ম বিগ্রহও পূজিত হতে দেখা যায়। জলপাইগুড়ির বৈকুন্ঠপুর গভীর ফরেস্টের প্রতি বছর শীতে এই বন দুর্গা পুজো তথা মেলার আয়োজন হয়।
 
								



 
								

 
															 
                     
								 
								 
															 
								 
								




