প্রবল বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে আসে হস্তিশাবক। এখন জলদাপাড়ায় রয়েছে দলছুট হস্তিশাবকটি। পালিয়ে ঘুরে বেড়াচ্ছল ওই হস্তী শাবক। সে সময় মুখ্যমন্ত্রী ওই এলাকায় ছিলেন। তিনি তক্ষুনি নির্দেশ দেন ওই হস্তীশবক কে পর্যাপ্ত নিরাপত্তা দেবার জন্য। তার কথামতো বনদপ্তরের কর্মীরা ওই হস্তীশবক এর নিরাপত্তার ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রী আদর করে তার নাম দেন “লাকি ” ফিরে যাবার সময় বলে দেন যাতে কোনো সমস্যা না হয়।