কর্মসংস্থানের লক্ষ্যে সম্পূর্ণা ইমাজিন

IMG-20251012-WA0079

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে আত্ম নির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন। একইভাবে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উন্নয়নে দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই লক্ষ্যে এক বেসরকারি সংস্থা সম্পূর্ণা ইমাজিন গ্রূপ প্রাণীজ ও উদ্ভিদ এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট সংক্রান্ত কাজ চালাচ্ছে। সংস্থার পক্ষ থেকে দুর্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্ণধার সন্দীপ পাল জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সংস্থা দেশজুড়ে কাজ করছে। বর্তমানে ৬ হাজার কর্মী যুক্ত রয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংস্থার আগামী পরিকল্পনার বিষয়ে সন্দীপবাবু জানান, ২০২৬ সালের মধ্যে দেশের ১০০টি ছোট ও মাঝারি সংস্থা চুক্তিবদ্ধ হচ্ছে।

এরপর আরও ৫০০টি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কর্মসংস্থান লক্ষ্য নয় হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরা মূল উদ্দেশ্য বলেও জানান। এদিন অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন প্রদীপ তিওয়ারি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement