আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলন: মহিলা সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করায় তৃণমূল কংগ্রেস ক্ষুব্ধ
কলকাতা: আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। তালেবানের “নারীবিরোধী” শর্তের কথা উল্লেখ করে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কোনও মহিলা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বিরোধী দলগুলি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
সাংসদ মহুয়া মৈত্র সরকারের সমালোচনা করে এটিকে “শুধুমাত্র পুরুষদের জন্য সংবাদ সম্মেলন” বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন ভারত সরকার তালেবান প্রোটোকল গ্রহণ করেছে। টিএমসি সাংসদ সাগরিকা ঘোষ এই পদক্ষেপকে লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন, অন্যদিকে সাকেত গোখলে বিদেশ মন্ত্রককে “ভয়প্রাপ্ত” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে ভারত তার নিজের দেশে তালেবান চিন্তাভাবনার কাছে নতি স্বীকার করেছে।
তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও এই ঘটনার নিন্দা করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের নারীদের সমর্থনে খোলাখুলি কথা বলতে পারেন না, তখন তাঁর “নারী শক্তি” স্লোগান ফাঁকা।

বিরোধীরা দাবি করেছে যে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর যেন মহিলা সাংবাদিকদের কাছে ক্ষমা চান। এই ঘটনা কেবল নারীর অধিকার নিয়েই নয়, ভারতের বিদেশ নীতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।