শান্তির নোবেলের জন্য মারিয়ার নির্বাচনে খুশিই হবেন ট্রাম্প? কেন তাঁর পক্ষে এই পুরস্কার পাওয়া সম্ভব ছিল না?

IMG-20251010-WA0112

চেষ্টার ত্রুটি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট! রাজনৈতিক-সামরিক-অর্থনৈতিক ভাবে ভাবে সারা পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ চেয়ারের অধীশ্বর হওয়ার পর থেকে নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার লক্ষে বারবার বিবৃতি দিয়ে গেছেন নিজেই। শান্তির নোবেলের সিদ্ধান্ত নেওয়ার অধিকারি ওসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটকে পরোক্ষ ভাবে চাপ দিতে শুরু করেছিলেন ট্রাম্প।
একাধিকবার প্রমাণ করার চেষ্টা করেছেন ৮ টি যুদ্ধ থামিয়ে তিনিই নোবেল শান্তি পুরস্কারের একমাত্র অধিকারী।
পাকিস্তানের মতো পেটোয়া দেশকে দিয়ে নোবেল পুরস্কারের জন্য নিজের নাম পর্যন্ত প্রস্তাব করিয়েছেন। গত জুলাই মাসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর আবদার রেখে, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। ট্রাম্প চেয়েছিলেন ভারতের মতো দেশও যেন তাঁর নাম প্রস্তাব করে কিন্তু তা হয়নি। ট্রাম্পের এই বাসনা দেখে শেষ পর্যন্ত পিস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর নিনা গ্রেগার গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে সতর্ক করে এ-ও বলেছেন, ‘এখনও সেই সময় আসেনি, এখনই বলা যাবে না গাজায় শান্তি প্রতিষ্ঠা হবে এবং তা দীর্ঘস্থায়ী হবে।’
তবে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের পক্ষে এবছর নোবেল পাওয়া কোনও ভাবেই সম্ভব ছিল না। কারণ নোবেলের মনোয়ন নেওয়ার সময়সীমা ছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। সেই সময় সদ্যই হোয়াইট হাউসে ক্ষমতাসীন হয়েছেন ট্রাম্প। ফলে যে ৩৩০টি মনোনয়নের মধ্যে থেকে শান্তি পুরষ্কার প্রাপককে বাছাই করা হয়েছে তার মধ্যে ট্রাম্প ছিলেনই না। তবে ২০২৬ সালের নোবেলের জন্য একাধিক মনোনয়ন পেলে ট্রাম্পের নাম বিবেচনায় আসতে পারে। তবে তারজন্য গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের সঠিক অর্থে অবসান হওয়া প্রয়োজন।
তবে এবছর যিনি নোবেল পেয়েছেন সেই মারিয়া করিনা মাচাদোর নির্বাচনে ট্রাম্পের অখুশি হওয়ার কারণ নেই। কারণ ভেনেজুয়েলার রাজনীতিতি প্রেসিডেন্ট মাদুরোর বিরোধী বলেই পরিচিত মারিয়া। আর মাদুরোর সঙ্গে বর্তমানে আমেরিকার সম্পর্ক যথেষ্টই উত্তেজনাকর। বর্তমানে ভেনেজুয়েলার মাদক পাচারের বাড়বাড়ন্তের অভিযোগে মাদুরো প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প। সেই দেশের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ককে স্থগিত রাখা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement