নাগরাকাটায় আক্রান্ত বিজেপি বিধায়ক খগেন মুর্মুকে দেখতে  হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

IMG-20251007-WA0105

মাটিগাড়ার একটি নার্সিং হোমে ভর্তি আছেন বিজেপি বিধায়ক খগেন মুর্মু। আজ তাকে দেখতে সেখানে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেখানে  গিয়ে আক্রান্ত খগেন মুর্মুর কেবিনে গিয়ে তার সাথে কিছুক্ষণ  কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন। মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে জানান আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কোন সাহায্যের দরকার হলে বলবেন। এদিন করা নিরাপত্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মাটিগাড়ার ওই নার্সিংহোমে পৌঁছে যান। তাকে দেখতে  সেখানে হুমড়ি খেয়ে পড়েন  ওই নার্সিংহোমের রোগীর আত্মীয়রা। কোনভাবে অবস্থা সামাল দেন নিরাপত্তা রক্ষীরা। মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ নার্সিংহোমের ভিতরে ছিলেন। খগেন মুর্মুর সাথে কথা বলে তিনি নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে  আক্রান্ত খগেন মুর্মুর। আজ শিলিগুড়ির মাটিগাড়ার নার্সিংহোমে খগেন মুর্মুর সাথে দেখা করে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সৌহার্দের পরিচয় দিলেন।

About Author

Advertisement