‘মানবসৃষ্ট বন্যা’: দুর্যোগ কবলিত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মমতার মন্তব্য

mamata759

কলকাতা: উত্তরবঙ্গের পরিস্থিতিকে ‘মানবসৃষ্ট বন্যা’ বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘ভুটান এবং সিকিমের জলে উত্তরবঙ্গ প্লাবিত। ১২ ঘন্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছে। দুর্যোগের সাথে সাথে মানবসৃষ্ট বন্যা। এই সমস্ত জল কোথায় যাবে?’
শনিবার রাত থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বালাসন, তিস্তা, তোর্শা, জলঢাকা, রায়ডাক, সংকোশ, চেল, ঘিস, কালজানি সহ সমস্ত নদীর জলস্তর বেড়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, অনেক এলাকা এখনও ডুবে আছে। উত্তরবঙ্গে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। তিনি এখানকার পরিস্থিতির জন্য ভুটান থেকে ছেড়ে দেওয়া জলকেই দায়ী করেছেন। উত্তরবঙ্গের পরিস্থিতিকে তিনি ‘মানবসৃষ্ট বন্যা’ বলে অভিহিত করেছেন।
তিনি প্রথমে হাসিমারা যাবেন বলে জানান। সেখান থেকে তিনি নাগরকাটা যাবেন। যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করবেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তাঁর সাথে আছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিক যাবেন। দুর্যোগে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু এখানেই হয়েছে। মমতা বলেন, দুর্যোগে ২৩ জন মারা গেছেন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement