ভারী তুষারপাত সিকিমের নাথুলায়, বরফের আনন্দ নিতে দে ছুট পর্যটকরা

IMG-20251005-WA0094

নাথুলা: প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত গোটা পাহাড়-ডুয়ার্স। শনিবার রাত থেকে পার্বত্য এলাকায় ধসের কারণ এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পর্যটকদের মুখে ফুটিয়েছে সিকিমের নাথুলা। ভারী তুষারপাতের কারণে বরফে ঢেকে গিয়েছে একাধিক রাস্তা।
জানা গিয়েছে, শনিবার গভীররাত থেকে তুষারপাত শুরু হয় পর্যটন কেন্দ্র নাথুলা পাস এবং সোমগো লেক বা ছাঙ্গু লেকে। বরফে ঢাকা পড়েছে গোটা এলাকা। একাধিক রাস্তায় পুরু বরফের স্তর জমেছে। যানচলাচলের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে নাথুলা পাস। তুষারপাতের খবর কানে পৌঁছতেই আনন্দ নিতে নাথুলায় ছুটেছেন পর্যটকরা। ভারী তুষারপাতের ফলে তাপমাত্রা একধাক্কায় অনেক কমে গিয়েছে।

বর্তমান পরিস্থিতির কথা ভেবে পর্যটকদের উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement