নাগরাকাটা: রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। যার জেরে ভয়াবহ পরিস্থিতি নাগরাকাটায়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু, কালভার্ট। জলমগ্ন এলাকার প্রায় কয়েকশো বাড়িঘর। পরিস্থিতির ক্রমশই অবনতির জেরে বামনডাঙ্গা চা বাগানে নামানো হয়েছে এনডিআরএফের টিমকে।
এদিকে, ডুয়ার্সের পাশাপাশি ক্রমাগত বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানেও। আর ভুটানের বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বানারহাট ও বিন্নাগুড়ি এলাকায়। কার্যত জলের তলায় ডুবে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। হাঁটু সমান জল জমে রয়েছে রাস্তাঘাটেও।
অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা পাহাড়েও। একাধিক জায়গায় ধস নামায় বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এমনকি শিলিগুড়ির কাছে দুধিয়ায় ভেঙে পড়েছে লোহার সেতু। ইতিমধ্যেই দুর্যোগের জেরে দার্জিলিং জেলার মিরিক, সুখিয়াপোখরি, বিজনবাড়ি এবং অন্যান্য ক্ষেত্র থেকে মোট ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।