নিম্নচাপের প্রভাব, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

IMG-20251001-WA0072

কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দক্ষিণ ওডিশার কাছে অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?
নিম্নচাপের প্রভাবে দশমীতেই বৃষ্টি শুরু হয়েছিল। শুক্রবার একাদশীতেও একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। কাল দ্বাদশীতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং সহ পার্বত্য ছয় জেলায় দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। নীচের দিকের জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। রবিবার উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাদশীতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূমে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। তবে, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। উপকূল সংলগ্ন এলাকাগুলিতে দমকা বাতাস বইতে পারে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement