ঢাকা: আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার।
লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন জাকার আলি অনিক। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের শেষ দুটি ম্যাচেও নেতৃত্বে ছিলেন তিনি। এশিয়া কাপে চলতি মাসের শুরুতে সাইড স্ট্রেনে চোট পান লিটন। এরপর টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘সে (লিটন) এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে সাইড স্ট্রেনে ব্যথার কারণে খেলতে পারেননি। এমআরআই স্ক্যানে দেখা গেছে তার লেফট এবডমিনাল মাসলে গ্রেড–১ স্ট্রেইন রয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং পর্যবেক্ষণে রাখবে।’
দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে। ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সবশেষ এশিয়া কাপে ছিলেন না দলে। এবার তাকেই নেওয়া হয়েছে একমাত্র পরিবর্তন হিসেবে। বাকি ১৫ জন খেলোয়াড় একই আছেন যাদের নিয়ে বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপে।
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে হবে এই সিরিজ।
বাংলাদেশ দল:
জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।