জেআইএমএসএইচ-এর উদ্যোগে প্রান্তিক শিশুদের উমা দর্শন

IMG-20250926-WA0201

কলকাতা: বেসরকারি স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, লায়ন্স ক্লাবের সহযোগীতায় পূজো পরিক্রমা – আনন্দে আবদারে উমা দর্শন শীর্ষক এক উদ্যোগ নিয়েছে।
এই বিষয়ে হসপিটালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত বলেন, “এই দুর্গাপূজায় মা দুর্গার আশীর্বাদ আমাদের কাছে দায়িত্বের আকারে। যত্ন নেওয়ার দায়িত্ব, যাদের সমাজ অনেকসময় উপেক্ষা করে। সেই প্রান্তিক শিশুরা আজ থেকে জেআইএমএসএইচ পরিবারের স্থায়ী অংশ হল। তাদের সুস্থতা, তাদের ভবিষ্যৎ—এটাই আমাদের পবিত্র দায়িত্ব।”
এদিন উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement