কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত পুজো উদ্বোধন করতে কলকাতায় এসেছেন। তাঁর আরও অনেক কর্মসূচি রয়েছে। তার আগে অমিত শাহ রাজ্য নেতৃত্বের সাথে দেখা করেছিলেন।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন। রাজ্যে বিজেপির সংগঠন নিয়ে বৈঠকটি ছিল। নিউটাউনে অমিত শাহ যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজার পরিবেশে মহানগরী সেজে উঠেছে। তৃতীয়ার রাতে অমিত শাহ কলকাতায় পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাহুল সিনহা।
শুক্রবার বেশ কয়েকটি পূজা মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা করছেন অমিত শাহ। সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা উদ্বোধন করবেন তিনি। এই পূজা আয়োজন করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’।

পরে, অমিত শাহ দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির পরিদর্শন করবেন এবং সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) প্রার্থনা করে বিজেপি-সমর্থিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি ফোরামের উদ্বোধন করবেন।