চট্টগ্রাম: চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায় আজ বলেছেন যে বাংলাদেশের প্রতিটি সরকারই পার্বত্য চট্টগ্রামের নারীদের যৌন সহিংসতা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে কয়েক দশক ধরে ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে কোনও সরকার নারীদের সুরক্ষা, এই ধরনের অপরাধ প্রতিরোধ এবং ধর্ষকদের বিচারের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে।”
আজ বিকেলে রাঙ্গামাটির রাঙ্গাপানি ফুটবল মাঠে ড. রামেন্দু শেখর দেওয়ান মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
খাগড়াছড়িতে সম্প্রতি এক নাবালিকার ধর্ষণের নিন্দা জানিয়ে তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, “যখন এই ধরনের অপরাধ ঘটে, তখন মানুষ স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়। আমি আশা করি সরকার এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং হালকাভাবে নেবে না।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের চেয়ারম্যান প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা প্রমুখ।
তৃতীয়বারের মতো, তিন পার্বত্য জেলার বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে।