প্রান্তিক শিশুদের কাছে শারদ উৎসবকে আরও রঙিন করে তুলতে ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এভারেডি নিয়ে এল আলটিমা বাহন। এবছর পুজোয় এভারেডি বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে হাত মিলিয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডস এএ ব্যাটারিচালিত সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল্ড টয় ট্রাক মাধ্যমে দুর্গা এল। বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার এম ডি ও সিইও অনির্বাণ ব্যানার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুথার বাসা, ক্রাফট শিল্পী সঞ্জয় ভোলাধীর, ডায়টেশিয়ান মিনা গুপ্তা।
অনির্বাণ ব্যানার্জি, সংস্থার সিইও ও এমডি বললেন “দুর্গাপুজো হল আনন্দ ও একাত্মবোধের উৎসব। কলকাতার সবচেয়ে বড় প্যান্ডেলগুলোর বিশালতায় বিস্মিত হতে হতে আমরা প্রায়ই শৈশবকে ভুলে যাই।

আলটিমা বাহনের মাধ্যমে আমরা এই শিশুদের মুখে হাসি ফোটাতে চেয়েছি এবং তাদের এমন অভিজ্ঞতা জোগাতে চেয়েছি যা তারা সারাজীবন মনে রাখবে।