মুম্বই: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বলিউডের দাবাং নায়ক সলমন খান। জানা গিয়েছে, ‘লাদাখে ব্য়াটল অফ গলওয়ান’ ছবির একটি অ্য়াকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন সলমন। শুটিং স্পটটি পাহাড়ে অত্যাধিক উচ্চতায় থাকায় অক্সিজেনের অভাব বোধ করছিলেন সলমন। তার উপর ছিল কনকনে ঠান্ডা। এমন পরিবেশে অ্যাকশন দৃশ্যের অভিনয় করতে গিয়েই চোট পান সলমন। জানা গিয়েছে, লাদাখের যে জায়গায় সলমন শুটিং করছিলেন সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রিরও নিচে। ছিল অক্সিজেনের অভাবও। প্রায় ১৫ দিন ধরে সিনেমার শুটিং করছিলেন সলমন। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই আহত হন অভিনেতা। চিকিৎসকের কথায়, সলমনের চোট খুব একটা গুরুতর নয়। তবে বিশ্রাম দরকার। এই মুহূর্তে মুম্বইয়েই রয়েছেন সলমন। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সলমন একটু সুস্থ হলে, ফের মুম্বইয়ে এই ছবির শুটিং শুরু হবে। বেশ কয়েক মাস আগে সোশাল মিডিয়ায় তাঁর আগামী ছবি ব্যাটল অফ গলওয়ান এর প্রথম ঝলক শেয়ার করেছিলেন সলমন। বরফ উপত্যকায় সলমনকে দেখা গেল একেবারে মারকুটে অবতারে। রক্তাক্ত শরীরে, সলমনের অ্য়াকশন প্যাকড চেহারায় ফের অনুরাগীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন সলমন। বরফ উপত্যকায় সলমনকে দেখা গেল একেবারে মারকুটে অবতারে। রক্তাক্ত শরীরে, সলমনের অ্য়াকশন প্যাকড চেহারায় ফের অনুরাগীদের মধ্যে হইচই ফেলে দিলেন সলমন। এমনিতেই সলমনের মাথার উপর ঘুরছে প্রাণনাশের হুমকি। বুলেট প্রুফ গাড়ি, একাধিক দেহরক্ষী সঙ্গে নিয়ে তাঁর নিত্য যাতায়াত। তার মাঝেই শুটিং সারছেন সিনেমা ও রিয়ালিটি শোয়ের। সলমনকে যে দমানো যায় না, তা বেশ স্পষ্ট হয়েছিল এই নতুন ছবির টিজারে।