১১ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি মালদার উদ্যোগে আট দিনব্যাপী প্রশিক্ষণ শিবির 

IMG-20250920-WA0100

মালদা: ১১ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি মালদার উদ্যোগে আট দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের  আয়োজন। মালদা শহরের চন্দন পার্ক এলাকায় ইংরেজি মডেল মাদ্রাসায় আয়োজন করা হয় শিবিরের। উপস্থিত ছিলেন,বিএসএফের সুবেদার মেজর ভোলারাম চৌধুরী, ১১ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার শিবা কুমার সহ অন্যান্য অফিসার। মালদা এবং উত্তর দিনাজপুরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যাম্পের আয়োজন করা হয়। চার শতাধিক এনসিসি ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করে। সীমান্তে যে ধরনের অস্ত্র ব্যবহার করে বিএসএফ, সেই অস্ত্র এন সি সি ছাত্রছাত্রীদের সামনে প্রদর্শন করা হয়। ছাত্র-ছাত্রীদের অস্ত্রশস্ত্র সম্বন্ধে বিভিন্ন বিষয় জানানো এবং ব্যবহার শেখান  বিএসএফ জওয়ানরা। ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস নেন বিএসএফ অফিসাররা। গত ১৬ সেপ্টেম্বর ক্যাম্পের সূচনা করা হয় মালদা ইংরেজি মডেল মাদ্রাসাতে। ক্যাম্প শেষ হবে ২৩ সেপ্টেম্বর। দেশের প্রতি নিষ্ঠা ও কর্তব্য বাড়াতে দুই জেলার এনসিসি কেডিটদের নিয়ে আট দিনের এই ক্যাম্পের আয়োজন করা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement