পটচিত্রের সাজে অ্যাক্রোপলিসে দুর্গা এল

IMG-20250919-WA0090

কলকাতা: দুর্গাপূজা, মানে বাঙালির আবেগ। প্রত্যেক বছরের মত কলকাতার অ্যাক্রোপলিস মল সেজে উঠেছে অন্য রুপে। সূক্ষ্ম শিল্পকর্মে তৈরি পটচিত্র থিমের দুর্গা মণ্ডপ ও প্রতিমাতে সেজে উঠেছে এই মল। ঐতিহ্যের সাথে শৈল্পিক নিপুণতার মিশ্রণে মলটি এমন একটি প্রাণবন্ত পরিসর তৈরি করেছে যা পূজার দিনগুলি শুরুর আগেই দর্শনার্থীদের ভিড় জমেছে এই শপিং মলে।
বাংলা ও ওড়িশার ঐতিহ্যবাহী লোকশিল্প পটচিত্রকে প্রতিমার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্গা পূজার এই সাজসজ্জা সম্পর্কে মার্লিন গ্রুপের রিটেইল অ্যান্ড হসপিটালিটির কর্পোরেট জেনারেল ম্যানেজার –শুভদীপ বসু বলেন: “অ্যাক্রোপলিস মলে আমরা এই বছরের দুর্গা পূজার সাজসজ্জায় পটচিত্রকে তুলে ধরেছি। আমাদের শিল্পীরা উৎসবের প্রায় এক মাস আগেই সাজসজ্জা এবং প্রতিমা সম্পন্ন করেছেন। মলের অ্যাট্রিয়ামকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ উৎসবে রূপান্তরিত করেছেন। মণ্ডপ এবং প্রতিমা ইতিমধ্যেই আমাদের মলের অতিথিদের উৎসাহ সৃষ্টি করেছে। এছাড়া এই বছর অ্যাক্রোপলিস মলের ১০তম জন্ম বার্ষিকী মাথায় রেখে আমরা আমাদের মলের অতিথি এবং ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অফারও দিয়েছি।“

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement