আসন্ন দুর্গাপূজো উপলক্ষে চা প্রস্তুতকারী সংস্থা টাটা টি গোল্ড নিয়ে এল তাঁদের নয়া ক্যাম্পেনিং। ‘বাংলার শিল্পী সজ্জিত পুজো’ শীর্ষক থিমে রাজ্যের স্থানীয় শিল্পীদের সঙ্গে নিয়ে নয়া ক্যাম্পেন শুরু হল। এদিন টাটা কনজিউমার প্রোডাক্টস-এর প্রেসিডেন্ট ও প্যাকেজড বেভারেজেস, ইন্ডিয়া-সাউথ এশিয়া পুনীত দাস উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন চিত্রশিল্পী গোপাল নস্কর, গৌরব কুণ্ডু, জয়ীতা বোস, অঞ্জন ভট্টাচার্য সহ অন্যানরা। এদিন লাইভ আর্ট প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রেসিডেন্ট, প্যাকেজড বেভারেজেস, ইন্ডিয়া ও সাউথ এশিয়া, টাটা কনজিউমার প্রোডাক্টস পুনীত দাস বলেন “দুর্গাপুজো শুধুই একটি উৎসব নয়, এটি এমন এক আবেগ যা সমগ্র পশ্চিমবঙ্গকে একসূত্রে বাঁধে। টাটা টি গোল্ড সবসময়ই চেষ্টা করেছে হৃদয়গ্রাহী উপায়ে বাংলার সাংস্কৃতিক গৌরবকে উদযাপন করতে। এ বছর আমরা প্রতিভাবান স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজের মাধ্যমে স্থানীয় সংস্কৃতির শিকড়কে আরও দৃঢ় করার চেষ্টা করেছি, যারা তাঁদের শিল্পের মাধ্যমে উৎসবের নানা আচার-অনুষ্ঠানকে অসাধারণভাবে জীবন্ত করে তুলেছেন।

প্রতিটি প্যাক ডিজাইন আসলে দুর্গাপুজোর শিল্প, ঐতিহ্য এবং আবেগের প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। পশ্চিমবঙ্গের প্রিয় চা ব্র্যান্ড হিসেবে আমরা আনন্দিত, যে এই বিশেষ উৎসবের প্যাক গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পারছি, যা তাঁদের উৎসবকে আরও বিশেষ করে তুলবে।”