দক্ষিণ ভারতের প্ৰখ্যাত ইঞ্জিনিয়ার মোক্ষমোন্দ বিশ্বেশরাইয়ার জন্মদিবস উপলক্ষে প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার’স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটি উদযাপিত করা হয়। তাঁকে স্মরণ করে সোমবার সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ইঞ্জিনিয়ার’স ডে উদযাপন হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক দেবাশীষ কুমার, সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক, ট্রাষ্টি অফ দক্ষিনেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে কুশল চৌধুরী, বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যানরা।
এদিন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জানান, প্রায় ২৫০০ ইঞ্জিনিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সংগঠনকে স্বীকৃতি দেওয়া হল। যা আমাদের কাছে আনন্দের।
সেচমন্ত্রী বলেন, সারা রাজ্য জুড়ে নদী বাঁধ থেকে সেতু নির্মাণে মুখ্যমন্ত্রীর যে কর্ম যজ্ঞ চলছে তাঁর কান্ডারি আমাদের সরকারের ইঞ্জিনিয়াররা। তারাই আমাদের কাছে জীবন্ত বিশ্বকর্মা। কেন্দ্রিয় বঞ্চনা উল্লেখ করেই তিনি বলেন, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ ভাবে অগ্রগতি করে চলেছে।