ফের বাঁধ ভেঙে প্লাবিত হল মালদহের ভূতনি

full

ফের বাঁধ ভেঙে প্লাবিত হল মালদহের ভূতনি। পশ্চিম রতনপুরে ভাঙলো নদী বাঁধ। সোমবার সকালে মালদহের রতুয়া-১ নম্বর ব্লকের পশ্চিম রতনপুর ও ভূতনির কেশবপুর কলোনি এলাকায় তৈরি সেচ দপ্তরের নতুন বাঁধ ভেঙে ফের জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। কার্যত ফের বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা। কেশবপুর কলোনি এলাকায় নতুন বাঁধের পরে একটি রিং  বাঁধ ছিল। তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ফের হু হু করে জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। লক্ষাধিক মানুষের ফের জলবন্দি হওয়ার আশঙ্কা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement