কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশায় উদয়শ্রী ছন্নছাড়া একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার বসে আঁকো প্রতিযোগিতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বসে আঁকো প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সফল প্রতিযোগিদের সংস্থার তরফে পুরস্কৃত করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির করা হয়। বারবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদান করেন। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের কর্মীরা শিবিরে রক্ত সংগ্রহ করেছেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ সহ অন্যরা। উল্লেখ্য, শনিবার উদয়শ্রী ছন্নছাড়া একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।