ইউসুফ পাঠানকে ‘দখলদার’ তকমা, প্রয়োজনে চলবে বুলডোজার, নির্দেশ গুজরাট হাই কোর্টের,নিজের রাজ্য গুজরাটে আইনি বিপাকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বরোদা পুরসভার জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন ইউসুফ। ওই জমি তাঁকে ফাঁকা করতে হবে। দরকার পড়ল পুরসভা বুলডোজার চালিয়ে ওই জমি খালি করাতে পারবে।