‘গদর ২’-এর পর ফের জুটি বাঁধছেন সানি–অনিল! আসছে ‘গদর ৩’, নায়িকা কি আমিশা-ই

IMG-20250911-WA0138

২০২৩ সালে সানি দেওল ও অনিল শর্মার জুটি বক্স- অফিসে কী বিস্ফোরণ ঘটিয়েছিল, তা ভারতীয় সিনেমাপ্রেমীরা ভুলতে পারেননি। ‘গদর ২’-এর ঝড় শুধু থিয়েটার কাঁপায়নি, বক্স অফিসেও তুলেছে রেকর্ড—আয় পেরিয়ে গিয়েছিল ৫০০ কোটিরও বেশি! এই সাফল্যের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, আবারও কি একসঙ্গে কাজ করবেন সানি ও অনিল?জোর খবর, অনিল শর্মা সম্প্রতি সানির সঙ্গে বৈঠক করেছেন এক অ্যাকশন-ড্রামা নিয়ে, নাম ‘কোল কিং’। গল্প গড়ে উঠছে কয়লা মাফিয়ার অন্ধকার দুনিয়াকে ঘিরে। সূত্রের দাবি,গত দু’বছর ধরে দু’জনে বেশ কয়েকটি নতুন বিষয়ের ছবি নিয়ে নাকি আলোচনা করেছেন। তবে এই মুহূর্তে তাদের দু’জনেরই সবচেয়ে বেশি উত্তেজিত করেছে যে প্রজেক্টটি, তার নাম ‘কোল কিং’। এখানে সানিকে নাকি দেখা যাবে একদম ভিন্ন, অভূতপূর্ব চরিত্রে।ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই লেখা শেষ, সংলাপের খসড়া তৈরি হচ্ছে। তবে সানির সঙ্গে আলোচনা হয়েছে প্রাথমিক পর্যায়ে।‘গদর ৩’ নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। এখানেই শেষ নয়। অনিল শর্মা আগেই নিশ্চিত করেছিলেন, ‘গদর’ ট্রিলজি করার পরিকল্পনা রয়েছে। তাই ‘গদর ৩’-এর ওপরও চলছে কাজ। তবে সে ছবিতেও নায়িকা হিসেবে আমিশা প্যাটেলকে দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। কারণ ‘গদর ২’ মুক্তির পর পরিচালকের সঙ্গে আমিশার বিবাদ প্রকাশ্যেই এসে থেমে থাকেনি, পরস্পর পরস্পরের প্রতি যেসব অভিযোগ এনেছিলেন তা নিয়ে জলঘোলাও হয়েছিল বিস্তর। সূত্রের খবর, ‘কোল কিং’, ‘গদর ৩’—সব মিলিয়ে তিনটি ছবির চিত্রনাট্য একসঙ্গে তৈরি হচ্ছে। বছরের শেষ নাগাদ ঠিক হবে অনিল শর্মার পরের ছবি কোনটা।এদিকে সানি দেওলের হাতও ভর্তি। তিনি শিগগিরই শুটিং শুরু করবেন সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন প্রোজেক্টে। তারপর আসছে এক বিশাল অ্যাকশন-থ্রিলার, এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত। সবচেয়ে বড় খবর, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ হনুমান রূপে দেখা যাবে সানিকে। এর শুটিং তিনি ২০২৫-এর শেষদিকে আবার শুরু করবেন।এর বাইরে ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে তাঁর বহুল আলোচিত দুটি প্রোজেক্ট—‘বর্ডার ২’ ও ‘লাহোর: ১৯৪৭’। আর এর মাঝেই যদি অনিল শর্মার ‘কোল কিং’ শুরু হয়, তবে বলা যায়, পর্দায় ফের একবার বিস্ফোরক প্রত্যাবর্তন ঘটতে চলেছে সানি দেওলের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement