বলিউডের ‘টাইগার’ এবার নামছেন এক ঐতিহাসিক লড়াইয়ে। সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অব গলওয়ান’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুটিং শুরু হল লাদাখে। আগামী দু’ থেকে তিন সপ্তাহ ধরে টানা চলবে এই ম্যারাথন শিডিউল।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির ক্লাইম্যাক্সই সবচেয়ে বড় আকর্ষণ—চোখ ধাঁধানো ভিজ্যুয়াল আর আবেগে ভরপুর মুহূর্ত মিলেমিশে থাকবে সেখানে। তবে লাদাখের খামখেয়ালি আবহাওয়া যাতে ছবির মান নষ্ট না করে, সেজন্যই টানা শুটিং করে আগেভাগে ছবির শেষাংশের শুটিং সারতে চাইছেন নির্মাতারা।অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিকে সলমন খানের সাম্প্রতিক কালের অন্যতম বড় ড্রিম-প্রজেক্ট বলা হচ্ছে। ২০২০ সালের ভারত-চীন সেনা সংঘর্ষের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। আর তাই লাদাখের বিশাল উপত্যকা, দুর্গম ভূখণ্ড, আর উচ্চতার কঠিন পরিস্থিতি—সবটা মিলে সিনেমায় তুলে ধরা হবে অকৃত্রিম আবহ। ক্লাইম্যাক্সে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স। সূত্র বলছে, সলমনের জন্য এই শুট শুধু চ্যালেঞ্জিং নয়, রুদ্ধশ্বাসও বটে। পাহাড়ি বাতাস, আবহাওয়ার টানা ওঠাপড়া, আর অজস্র টেকনিক্যাল জটিলতা সামলেই শেষ হবে ছবির সবচেয়ে ধুন্ধুমার অধ্যায়।এই দফায় ক্লাইম্যাক্স ছাড়াও মূলত অ্যাকশন দৃশ্যগুলির দিকে নজর দেওয়া হবে। তাছাড়া, এই ছবিতে সম্পূর্ণ অন্য রকম একটি লুকে ধরা দেবেন সলমন। তাই নানা জায়গায় শুটের মাঝে ৩০ দিনের ব্যবধানে সেই লুকের ধারাবাহিকতা নষ্ট হতে পারে বলে মনে করছেন প্রযোজকরা। অপূর্ব লাখিয়া মনে করেন যে, ছবিটি ধারাবাহিকভাবে শুটিং করা গুরুত্বপূর্ণ।
এদিকে, একইসঙ্গে চলছে ‘বিগ বস ১৯’-এর হোস্টিংয়ের দায়িত্বও। বড়পর্দা আর ছোটপর্দা—দু’দিক সামলাতে এখন নাকি ঘুম-খাওয়ার সময়ও নেই ভাইজানের। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন বাহিনীর মধ্যে সংঘাতের উপর ভিত্তি করে নির্মিত সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা। অন্যদিকে, পর্দায় ফের ‘প্রেম’কে ফিরিয়ে আনছেন সূরজ বজরাতিয়া। এবং আরও একবার সেই চরিত্রে প্রাণ ছোঁয়াবেন সলমন। ছক ভাঙা কিছু নয়, বরং অ্যাকশন-থ্রিলারের রমরমার মাঝে নয়ের দশকের আমেজ ফিরিয়ে আনার পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক ছবি করবেন সূরজ। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুরজ বলেন, “এখনও কিছুটা সময় আছে। আমরা সলমন ভাইয়ের সঙ্গে ছবিটির গল্প নিয়ে কাজ করছি। তবে উপযুক্ত চিত্রনাট্যও থাকতে হবে। আমরা শীঘ্রই ছবিটি ঘোষণা করব, সম্ভবত নভেম্বরে। এতে প্রতিষ্ঠিত অভিনেতারা রয়েছেন। তবে আমরা ছবিটি নিয়ে বেশি কথা বলতে পারছি না। এটি একটি পারিবারিক ছবি হবে। থাকবে প্রেমও। যে জগৎটা এতদিন আমাদের ছবি দেখিয়েছি, সেরকমই কিছু আসতে চলেছে।”