বন্ধ সমবায় ব্যাংক, লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধভাতার টাকা আটকে, বিপাকে গ্রাহকরা

1757168211

বানারহাট: লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতার টাকা আটকে রাখায় ব্যাপক সমস্যায় পড়েছেন শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার বহু গ্রাহক। বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিলেন গ্রাহকরা, তারপরেও সমস্যা সমাধান না হওয়ায় সোমবার সকাল থেকে নতুন করে বড় করে আন্দোলনে শামিল হন তারা। অভিযোগ, পূর্ব দুরামারিতে অবস্থিত পল্লী মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বহু স্থানীয় মানুষ ফিক্সড ডিপোজিট করেছেন, কারও রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। অভিযোগ, ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও সমবায় ব্যাঙ্ক সেই টাকা দিচ্ছে না। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধভাতার অনুদান প্রতিমাসে জমা পড়লেও গ্রাহকরা তা তুলতে পারছেন না।আর তাই সোমবার সকালেই গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁদের দাবি, ব্যাংকে জমা থাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা সহ বিভিন্ন জমানো টাকা দ্রুত ফেরত দিতে হবে। বৃহস্পতিবারের বিক্ষোভের পর থেকেই পুনরায় এই আন্দোলনে নেমেছেন সমবায় ব্যাংকের গ্রাহকরা।সমবায় সমিতির তরফে অবশ্য দায় চাপিয়েছেন নতুন পরিচালন সমিতির উপরে। তাঁর দাবি, নতুন কমিটি নির্বাচিত হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। ফলে চেকে সই না হওয়ায় গ্রাহকদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি সমবায়ের কর্মীরাও সমস্যায় পড়ছেন। বিষয়টি লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।স্থানীয় বাসিন্দা গণেশ রায় বলেন, “এই সমবায় সমিতিতে একাধিক অনিয়ম রয়েছে। ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও টাকা মিলছে না, সেভিংস অ্যাকাউন্ট ও প্রাত্যহিক কালেকশনেরও কোনো হিসেব নেই। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রাহকদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক।এ প্রসঙ্গে বানারহাট থানার আইসি বিরাজ মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement