মালদা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলন কারী ছাত্রছাত্রীদের মারধর, ধাক্কাধাক্কি করে জোর করে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের অধীনস্ত বহিরাগতদের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে সোমবার। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক হারে বর্ধিত ফি কমানোর দাবীতে সোমবার সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর তৃণমূল ছাত্র পরিষদের অধীনস্ত কিছু বহিরাগত যুবক এসে জোর করে সেই আন্দোলন ভেস্তে দিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ধাক্কাধাক্কি এবং মারধর করে বলে অভিযোগ। যদিও অপরপক্ষের দাবী, তারা বহিরাগত নয়। তারাও *বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চায়।