কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে লন্ডন আর আযারল্যান্ডে। সেই কারণেই সেখানে যাওয়ার অনুমতি চান তৃণমূল নেতা। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদনে সাড়া দেয় কোর্ট। সোমবার সিবিআই একটি রিপোর্ট পেশ করে কোর্টে। সংশ্লিষ্ট রিপোর্টে জানায়, কুণাল সব সময়ই নিয়ম মেনে চলেন। এরপর এদিন হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ কুণালকে বিদেশ সফরের অনুমতি দেন। শর্ত আগের সফরগুলির মত একই থাকছে। কুণালকে জমা রাখতে হবে ৫ লক্ষ টাকার বন্ড। সেখান থেকে ফেরার পর সেটি আবার ফেরত পেয়ে যাবেন তিনি।
এদিকে সমস্যা হল, চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণালের পাসপোর্ট জমা রয়েছে আদালতে। সেই কারণে বিদেশ যাওয়ার জন্য সব বারই তাঁকে আদালতের অনুমতি নিতে হয়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে যাওয়ার আগেও অনুমতি নিতে হয়েছিল তাঁকে। মমতা লন্ডনে তিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন। পেশাগত কারণে তাঁর সফরসঙ্গী ছিলেন কুণাল। তাই বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তাঁকে। সেই সময় ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। পাঁচ লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি দেন বিচারপতি। তার মেয়াদ ২১ ছিল মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। কোর্ট সেই সময় জানিয়েছিল, এই সময়ের ব্য়বধানেই ফিরে আসতে হবে কুণাল ঘোষকে। সেই নির্দেশ মেনে কুণাল ফিরেও আসেন।