কলকাতা: কলকাতা ম্যারাথন আসছে। জয় বালাজি গ্রুপের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর, কলকাতার রেড রোড থেকে এই মেগা দৌড় প্রতিযোগিতা শুরু হবে। এবার ১০ বছরে পা দিতে চলেছে এই উদ্যোগ।
শুক্রবার, কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল একটি মেগা ইভেন্ট লঞ্চ অনুষ্ঠান। সবথেকে বড় বিষয়, জয় বালাজি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই কলকাতা ম্যারাথন ফিলানোথ্রপিক মিশনের একটি অংশও বটে। যারা এই বছর, বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। যে প্রতিযোগিতাটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে দিল্লীতে।
আগামী ৩০ নভেম্বরের এই কলকাতা ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। বরং, আমাদের দেশের প্যারা আথলিটদের জন্য একটি সেলিব্রেশন। উদ্যোক্তারা আশা করছেন, মোট ১৫,০০০ প্রতিযোগী আসন্ন এই কলকাতা ম্যারাথনে অংশ নেবেন।
কলকাতা ম্যারাথনের মেগা লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন জয় বালাজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আদিত্য জাজোদিয়া, ভারতের প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট দেবেন্দ্র ঝাঝারিয়া, সিইও রাহুল স্বামী, কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক কুসুম কুমার দ্বিবেদি এবং আইরিস হসপিটালের চিফ অপারেটিং অফিসার সুজয় দেব বর্মণ সহ আরও অনেকে।
এদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশের পাঁচজন রত্ন। যারা প্যারালিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তারা হলেন রুদ্রাংশ খান্ডেলওয়াল, যিনি এশিয়ান প্যারা গেমসে দুবার সিলভার জিতেছেন। উপস্থিত ছিলেন সুচিত্রা পারিদা।