একেবারেই একতরফা সিদ্ধান্ত: শ্রাবণী দত্ত

IMG-20250905-WA0075

শিলিগুড়ি: আমাকে বলা হয়েছিল, অপেক্ষা করতে দুপক্ষের মধ্য ব্যাপারটা মিটিয়ে নিয়ে সমাধান করা হবে। কিন্তু তার আগেই আমাকে আমার পথ থেকে সরিয়ে দাওয়া হলো। আজকে আক্ষেপের সুরে ঠিক এই কথাই বললেন শ্রাবণী দত্ত। আজ তিনি জানালেন আমাকে আমার কথা বলতে দেওয়া হলো না। অথচ আমার উপর এত বড় শাস্তি দিয়ে দেওয়া হল। সেদিনের কি ঘটনা কি ঘটেছিল সেটা না জেনে না বুঝে আমাকে আমার পথ থেকে সরানো হলো। আমি বলছি না আমি কোন অন্যায় করিনি কিন্তু যখন এই ধরনের কোন অবস্থা তৈরি হয় তখন দুপক্ষ আলাদা করে বসে সমস্যার সমাধান করতে চেষ্টা করে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশা করেছিলাম যে একটা নিরপেক্ষ বিচার হবে আজকে সাংবাদিক সম্মেলন এ শ্রাবণী দত্ত জানালেন আমি ওয়ার্ড এর মানুষের সাথে থাকতে ভালবাসি। আর সব সময় চেষ্টা করি সবকিছুকে এগিয়ে মানিয়ে নিতে। পদের মোহ আমার নেই। আমি দলের সিদ্ধান্ত কে সম্মান করি। তবুও এই সিদ্ধান্ত আমার কাছে একটা আঘাত। তবুও আমি আমার ওয়ার্ডের জন্য লড়াই করে যাব। অন্যায় করার জন্যই কি শাস্তি? না অন্য কোনো রহস্য আপাতত সেটাই প্রশ্ন সবার মুখে মুখে অন্যায় করার জন্যই কি শাস্তি? না অন্য কিছু, আপাতত সবাই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। কি কারনে এত বড় শাস্তি দেওয়া হলো? আর যদি দোষ হয়েই থাকে তবে তা কেন সকলের সামনে বসে অথবা দুজনের মধ্যে মিটিয়ে দাওয়া হলো না। তারপরেই নয় শাস্তি দেওয়া হত। তাহলে তো ব্যাপারটা সঠিক থাক। শ্রাবণী দত্ত নিজেই জানিয়েছেন আমি যদি দোষ করে থাকি, অবশ্যই আমার শাস্তি প্রাপ্য। আমার একটাই কথা দুপক্ষের মধ্যে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া হোক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement