গোয়েন্দা বিভাগ ও নিউ বারাকপুর থানার অভিযানে ১৩৮ কেজি গাঁজা উদ্ধার

IMG-20250905-WA0083

ব্যারাকপুর: গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও নিউ ব্যারাকপুর থানা একযোগে অভিযান চালিয়ে সোমবার প্রায় ১৩৮ কিলো গাঁজা উদ্ধার করতে সমর্থ হল নিউ ব্যারাকপুর থানা এলাকা থেকে। পুলিশি সূত্রে জানাযায় এদিন এই বিশেষ অভিযানে চারজন ব্যাক্তির সাথে থাকা দুটি মোটর ভ্যান ও একটি মোটর সাইকেল আটক করে পুলিশ। এই মোটর ভ্যানে থাকা সব্জি ভর্তি বস্তা গুলো খুলতেই তার মধ্যে থেকে সবজির সাথেই প্যাকেট প্যাকেট গাঁজা উদ্ধার হয়।এই উদ্ধার হওয়া গাঁজা ওজন করলে দেখা যায় গাঁজার ওজন ১৩৭.৯৭ কেজি। এই ঘটনায় যুগবেড়িয়া যোগেন্দ্রনগর এর বাসিন্দা পঁচিশ বছর বয়সী বাবলু দাস, নিউ ব্যারাকপুর পুরসভার ৯নং ওয়ার্ডের খড়ের মাঠে এলাকার ৩৬ বছর বয়সী রানা চন্দ্র দাস, থানার লেনিনগড় অঞ্চলের ৪০ বছর বয়সী পিন্টু মণ্ডল ও লেলিনগড় অঞ্চলের জি ব্লকের সুদীপ্ত ঘোষকে গ্রেফতার করেছে।ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক আইনে মামলা দায়ের করে তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আর কারা কারা আছে  তাদের গ্রেপ্তার করতে চায় পুলিশ। এই বিপুল পরিমাণের গাঁজা উদ্ধারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নিউ ব্যারাকপুর থানা একযোগে অভিযান, সাম্প্রতিক কালের অন্যতম  বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত লেনিনগড় অঞ্চলের একটা বেশ বড় চক্র এই গাঁজা পাচারের সঙ্গে যে যুক্ত তা বেশ ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement