কামাখ্যাগুড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ধৃতদের নাম দেবাশিস দাস ও ইন্দ্রজিৎ সরকার। দু’জনই শামুকতলা থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, অষ্টম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে শনিবার রাতে তেলিপাড়া এলাকায় একটি বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে ওই দুই যুবক। রবিবার এই বিষয়ে নাবালিকার পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রবিবারই তেলিপাড়া থেকে দেবাশিস ও ইন্দ্রজিৎকে গ্রেফতার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।