ধনকড়কে আপাতত থাকতে হবে ভাড়া বাড়িতেই

IMG-20250722-WA0063

দিল্লিতে থাকতে হলে আপাতত ভাড়া-বাড়িতেই থাকতে হবে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও ধনকড় থাকেন উপরাষ্ট্রপতির বাংলোতেই। কারণ, তাঁর জন্য বরাদ্দ বাড়িটি এখনও এক কেন্দ্রীয় মন্ত্রীর দখলে। এদিকে ৯ সেপ্টেম্বরের মধ্যেই ধনকড়কে ছাড়তে হবে বর্তমান এই বাংলো। কারণ, উপরাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর। আর সেই কারণেই দিল্লির ছত্তরপুর এলাকায় একটি বেসরকারি বাড়ি ভাড়া নিয়েছেন ধনকড়। তবে এর আগে উপরাষ্ট্রপতি পদমর্যাদার কোনও ব্যক্তিকে এভাবে বেসরকারি বা ভাড়াবাড়িতে থাকতে হয়নি।

এদিকে সূত্রে খবর, লুটিয়েন্স দিল্লিতে ৩৪ নম্বর এপিজে আবদুল কালাম মার্গের একটি টাইপ এইট বাংলো বরাদ্দ করা হয়েছে তাঁর জন্য। ওই সরকারি বাড়িটি এখনও দখল করে রেখেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি সেই বাড়ি ছাড়ার পর তা সংস্কার করতে কেন্দ্রীয় পূর্ত দফতরের অন্তত চার-পাঁচ মাস লাগবে বলেও জানা যাচ্ছে।

এ ব্যাপারে কেন্দ্রের বক্তব্য খুব পরিষ্কার। ইস্তফা দেওয়ার পর সরকারি বাংলোর পাওয়ার জন্য আবেদনই করেননি ধনকড়। যখন আবেদন করেছেন ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সে কারণেই বাড়িটি ‘রেডি’ করতে কিছুদিন সময় লাগবে। এসবের মধ্যে আবার ধনকড় প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে প্রাপ্য পেনশনের জন্য আবেদন করেছেন। ঠিক বোঝা যাচ্ছে না, কেন্দ্রকে অস্বস্তিতে ফেলতে এটা  ধনকড়ের চাল, না কেন্দ্র ক্ষমতা জাহির করছে ধনকড়কে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement