নর্থইস্ট ইউনাইটেড এফসিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি

IMG-20250828-WA0085

মুম্বই: রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৫ সালের ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপে ঐতিহাসিক জয়ের জন্য নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব (এনইইউএফসি) কে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি ক্লাব, এর সমর্থক এবং ফুটবল সম্প্রদায়ের জন্য গর্বের মুহূর্ত হিসেবে রাষ্ট্রপতি কাপ – চ্যাম্পিয়নদের দেওয়া তিনটি আইকনিক ট্রফির মধ্যে একটি – প্রদান করেন। ১৯৫৬ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ কর্তৃক প্রতিষ্ঠিত, রাষ্ট্রপতি কাপ শ্রেষ্ঠত্ব এবং সম্মানের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, যা জাতির ঐতিহ্যের সাথে টুর্নামেন্টের গভীর সম্পর্ককে আরও শক্তিশালী করে। অনুষ্ঠানটি কেবল এনইইউএফসির কৃতিত্ব উদযাপন করেনি বরং ফুটবল লালন এবং জাতীয় ঐক্য জোরদার করার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনীর স্থায়ী উত্তরাধিকারকেও তুলে ধরেছে। রাষ্ট্রপতি ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি এবং ডুরান্ড কাপ আয়োজক কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সদস্যদের উপস্থিতিতে জন আব্রাহাম, রিডিম ত্লাং (ক্যাপ্টেন, এনইইউএফসি) এবং জনাব মান্দার বিজয়কুমার তামহানে (সিইও, এনইইউএফসি) এর হাতে ট্রফিটি হস্তান্তর করেন। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement