এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন খবর প্রকাশ্যে এলো 

IMG-20250822-WA0045

নয়াদিল্লি: সূচি ঘোষণার পরেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় ছিল। ভারতীয় সমর্থকদের একটা অংশের দাবি ছিল, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত ভারতের। অবশেষে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতি জারি করল ক্রীড়া মন্ত্রক। জানানো হয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না। ক্রীড়া মন্ত্রকের নীতিতে বলা হয়েছে, “ভারত ও পাকিস্তান, দু’দলের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। পাকিস্তানের দলকেও ভারতে আসার অনুমতি দেওয়া হবে না।” কিন্তু বড় প্রতিযোগিতার দায়িত্ব এশিয়া ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র থাকে। সে ক্ষেত্রে ভারতীয় বোর্ড কোনও হস্তক্ষেপ করবে না। নীতিতে বলা হয়েছে, “বড় প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা দায়িত্বে থাকে। তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে। তাই সেই ধরনের প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটারেরা অংশ নিতে পারবে। ঠিক তেমনই, কোনও বড় প্রতিযোগিতা ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তানের দল অংশ নিতে পারবে।” 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement