কামাখ্যাগুড়ি: তিনটি দাবিতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে ব্যবসায়ী সমিতির ডাকা ২৪ ঘণ্টা ব্যবসা বনধে সোমবার ব্যাপক সাড়া মিলল। এদিন এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। কামাখ্যাগুড়িতে রেলের ফ্লাইওভার তৈরি, এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সব যানবাহন কামাখ্যাগুড়িতে প্রবেশ করার মতো তিনটি দাবিতে ২৪ ঘণ্টা ব্যবসা বনধের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। দাবি গুলির সমর্থনে এদিন কামাখ্যাগুড়িতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা, সভাপতি তপনকুমার সাহা সহ অন্যরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। অবস্থান মঞ্চে তিনটি দাবির সমর্থনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যরা। এছাড়াও এদিন কামাখ্যাগুড়িতে দ্রুত ফ্লাইওভার তৈরির দাবি জানিয়ে কামাখ্যাগুড়ি রেলস্টেশনের স্টেশন সুপারের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিআরএমকে ডেপুটেশন দিয়েছে ব্যবসায়ী সমিতি। দ্রুত এই দাবি গুলি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি।