কোন বনেগা ক্রোড়পতি’তে জয়শঙ্করকে শুভেচ্ছা অমিতাভের

IMG-20250817-WA0094

মুম্বই: স্বাধীনতা দিবসে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ পর্বে এসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর তিন মহিলা অফিসার। ছিলেন ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার তিন মহিলা অফিসার যাঁরা ‘অপারেশন সিঁদুর’অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁরা হলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং, কমান্ডার প্রেরণা দেবস্থালি প্রমুখ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এদিন তাই এই বিশেষ পর্ব শুরু হয় তাঁদের বিশেষ সম্মান জানিয়ে। শুধু তাই নয় এই অনুষ্ঠানে এদিন বিশেষ পর্ব শুরু হয় সরাসরি ষষ্ঠ রাউন্ড থেকে। এদিনের এই পর্বে ভারতীয় সেনাবাহিনীর তিন মহিলা অফিসার সকলের সামনে তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’র নেপথ্যের ঘটনা। কেমন ছিল এর প্রস্তুতি পর্ব। ষষ্ঠ পর্বে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পর তাঁদের কাছে প্রশ্ন রাখা হয়। স্ক্রিনে তাঁদের প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও সুষমা স্বরাজের ছবি দেখিয়ে তাঁদের শনাক্ত করতে বলা হয়। তাঁরা সেই প্রশ্নের উত্তর দক্ষতার সঙ্গে দেন। এরপরই তাঁদের পরবর্তী প্রশ্নে স্ক্রিনে দেখানো ব্যক্তিত্বকে শনাক্ত করতে। এই প্রশ্নের উত্তরও দক্ষতার সঙ্গে দেন তাঁরা। সেই উত্তর ছিল বিদেশমন্ত্রী এস জয়শংকর। এরপরই শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শংকরে প্রশংসায় পঞ্চমুখ হন। জানান, তিনি নিজে এস জয়শংকরের একনিষ্ঠ অনুরাগী। এমনকি সময় পেলেই তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখার সুযোগও যে তিনি হাতছাড়া করেন না সেকথাও জানান শাহেনশা। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয় ২৫ ভারতীয়র। এরপরই ভারত পালটা অভিযান চালায়, যা হল ‘অপারেশন সিঁদুর’। আর সেই অভিজানের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সোফিয়া কুরেশি ও ব্যোমিকা সিং। এই পর্বের বিশেষ পর্বের প্রোমোতে আগেই দেখা গিয়েছিল সোফিয়াকে বলতে কেন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য এই অভিযানের প্রয়োজন ছিল। শুধু তাই নয় সোফিয়ার কথা শুনে স্বয়ং অমিতাভ বচ্চনের কন্ঠে শোনা গিয়েছে বরাবরের মতো দৃপ্ত ভঙ্গিমায় ‘বন্দেমাতরম’ ধ্বনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement