জন্মাষ্টমী পূজা উৎসব এর উদ্বোধন

54f2f313ff3a988b618414f250bb1f16

৬৩ তম জন্মাষ্টমী পূজা উৎসব এর শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার উপমুখ্য সচেতক দেবাশীষ কুমার, বিধায়িকা সুপ্তি পান্ডে, বিধায়ক অশোক দেব বিধানসভার সচিব সৌমেন্দ্র নাথ দাস ও অন্যান্য আধিকারিকবৃন্দ। আগামী ১৫ই আগস্ট পুজো এবং ১৬ আগস্ট প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে| অনুষ্ঠানটির সুন্দর নৃত্য সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। মন্দিরের বিগ্রহদের আরতির মাধ্যমে মাননীয় অধ্যক্ষ শুভ সূচনা করলেন।  

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement