সেনকোর নয়া জুয়েলারি কালেকশন ‘গসিপ’

IMG-20250811-WA0087

পুজোয় নতুনত্বের ছোঁয়া দিতে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে গহনা প্রস্তুতকারক সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল তাদের কালেকশন সিগনেচার গসিপ। এই প্রজন্মের কথা মাথায় রেখে উৎসবের সাজে ‘গসিপ’ এক্সপেরিমেন্টাল ডিজাইনে হাজির হয়। মহিলাদের জন্য পুজোর সাজ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শাড়ি, ফিউশন পোশাক বা ওয়েস্টার্ন লুক। এছাড়াও অক্সিডাইজড সিলভারের চোকার, টেম্পল-স্টাইলের কাফ, কুন্দন লেয়ারড সেট, স্টার্লিং সিলভারের গয়না এবং আমেরিকান ডায়মন্ড জুয়েলারি থাকছে লাইফস্টাইল জুয়েলারি কালেকশনে।

বিভিন্ন ধরনের সিলভার এবং ফ্যাশন জুয়েলারি এদিন প্রদর্শিত হয়। আধুনিক সাজপোশাকের সঙ্গে গসিপ-এর জুয়েলারি তুলে ধরা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement