মালদা: কারো বাড়ির ছাদ বরাবর, তো আবার কারো বাড়ি সম্পূর্ণ জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা। প্রায় বিপদ সীমা দিয়ে বইছে মহানন্দা। এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার ৮,৯,১২,১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন সেইসঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। আর এই মহানন্দার দুই পাড়ে বসবাস প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের। তার মধ্যে ইতিমধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই পাঁচটি ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি জলমগ্ন। প্রতিবছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্ল্যাড সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনরকম সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনো ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে। যদিও এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার দাবি বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা সহ সরকারি সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরির দাবি,প্রতিবছরই মহানন্দার নদীর জল বাড়ে তখন নদীর পাড়ে যারা বাস করে তারা ডুবে যায়। সে ক্ষেত্রে ইংলিশ বাজার পৌরসভার যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না।